এবারও বিজেপির দখলে যাবে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ, আত্মবিশ্বাসী রাজ্যের মন্ত্রী পীযূষ

হাফলং (অসম), ২৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের হাফলং আসন এবার বিজেপির দখলে যাবে। সংখ্যাগরিষ্ঠা লাভ করে এবারও উত্তর কাছাড় পার্বত্য পরিষদ দখল করবে বিজেপি, দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন রাজ্যের তথ্য ও জনসংযোগ তথা জলসম্পদ দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদীয় নির্বাচনের প্রচার অভিযানে এসে আজ বৃহস্পতিবার হাফলঙে অটলবিহারী বাজপেয়ী ভবনে রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা সাংবাদিকদের সঙ্গে বাৰ্তালাপে দৃঢ়তার সঙ্গে বলেন, পরিষদের ছয়টি আসনে ইতিমধ্যে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন। তা ডিমা হাসাও জেলার জনগণের রায়।

পীযূষ হাজরিকা বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের আগের দুটি নির্বাচনে হাফলং আসনে বিজেপি প্রার্থী জয় লাভ করতে সক্ষম হননি। তবে এবার হাফলং আসন বিজেপির দখলে যাবে দাবি করে মন্ত্রী বলেন, হাফলং আসন থেকে এবার বিজেপি প্রার্থী ধনপাইনন থাওসেনের জয় নিশ্চিত। তিনি বলেন, কংগ্রেস সহ বিরোধী দলগুলি অভিযোগ করছে, বিজেপি নাকি প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন জিততে চাইছে। এই অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, বিজেপি কখনও প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনে জয়ী হয়নি। বিজেপি শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর জনগণ বিজেপির কাজ দেখেই বিজেপির পক্ষে জনমত দিচ্ছেন।

তিনি বলেন, বর্তমানে কংগ্রেস দলের কোনও অস্তিত্বই নেই। পরিষদের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও লড়াই নেই বিজেপির। তৃণমূল কংগ্রেস সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, আগে যারা কংগ্রেসি ছিলেন, তাঁরাই এখন জার্সি বদল করে তৃণমূল কংগ্রেস করছেন। মন্ত্রী বলেন, উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ২৮টি আসনের মধ্যে ইতিমধ্যে ছয়টি আসন বিজেপির দখলে গেছে। এমতাবস্থায় অতি খারাপ হলেও পরিষদের ২৬টি আসনে বিজেপির জয় নিশ্চিত। আর ভালো হলে পরিষদের ২৮টি আসনই বিজেপির দখলে যাবে, দাবি করেন রাজ্যের মন্ত্রী পীযূষ।

তিনি এদিন বলেন, তবে নির্বাচনকেন্দ্রিক হিংসা কোনওভাবেই কাম্য নয়। পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এদিকে বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুলতে মন্ত্রী পীযূষ হাজরিকা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাই, প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা পরিষদের ২৮টি আসনে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। জানা গিয়েছে, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে প্রচার অভিযানে অংশ নিতে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা হাফলঙে আসবেন। প্ৰসঙ্গত, আগামী ৮ জানুয়ারি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *