জেডিইউ ঐক্যবদ্ধ ছিল এবং তেমনই থাকবে : লালন সিং

পাটনা, ২৮ ডিসেম্বর (হি.স.): জনতা দল (ইউনাইটেড)-এর সভাপতি পদ থেকে নিজের ইস্তফার জল্পনা উড়িয়ে দিলেন রাজীব রঞ্জন (লালন) সিং। ইস্তফা দেওয়ার যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার লালন সিং বলেছেন, নীতীশ কুমার আমাদের দলের নেতা। জনতা দল ইউনাইটেড ঐক্যবদ্ধ ছিল, আছে এবং তেমনই থাকবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “আমি যখন পদত্যাগ করব, তখন আপনাদের (সংবাদ মাধ্যম) আমি ফোন করব এবং আপনার সঙ্গে পরামর্শ করব। জেডিইউ ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে।”

এদিকে, জেডিইউ-র জাতীয় কার্যনির্বাহী সভায় দলের পোস্টারে লালন সিংয়ের অনুপস্থিতি নিয়ে প্রসঙ্গে দিল্লিতে জেডিইউ-র প্রধান শৈলেশ কুমার বলেছেন, “কেউ পদত্যাগ করছেন না। লালন সিং গত ৩৫ বছর ধরে দলের নেতা। তিনি কোথাও যাচ্ছেন না।” আবার জেডিইউ নেতা কে সি ত্যাগী বলেছেন, “সমস্ত গুজব আমি খারিজ করছি। আজ থেকে শুরু হতে চলেছে দলের দুই দিনব্যাপী সভা।”