স্ট্যামফোর্ড, ২৮ ডিসেম্বর (হি.স.): ম্যাচের ১৩ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন মুদরিক। মালো গুস্তোর বাড়ানো বল থেকে স্কোরশিটে নাম লেখান তিনি।
তবে প্রথমার্ধ শেষে ম্যাচে ফেরে ক্রিস্টাল প্যালেস। তবে দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে জয়ে ফিরেছে চেলসি । তবে সেই গোল এসেছে নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে করা গোলে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। চেলসির হয়ে দুটি গোল করেছেন মিখায়লো মুদরিক এবং ননি মাদুয়েকে।
তবে চেলসি এই জয়ে পয়েন্ট টেবিলে মাত্র এক ধাপ এগিয়েছে। তাদের লিগ জয়ের সম্ভাবনা নেই। ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দশে মাউরিসিও পচেত্তিনোর দল।

