শিলিগুড়ি, ২৭ ডিসেম্বর (হি. স.) : শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার শিলিগুড়ির সুকান্ত সরণি, নিউ মিলনপল্লী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হল, মহম্মদ একরামুল শেখ এবং আব্দুস সামাদ। তারা সম্পর্কে কাকা-ভাইপো। মালদার কালিয়াচকের বাসিন্দা তারা।
একটি চার চাকার গাড়িতে করে দু’জন মালদা থেকে শিলিগুড়ির দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে। তল্লাশি চালাতে গাড়ি থেকে ওই ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতদের কাছ থেকে ৩৫৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এর আগেও পুলিশ দু’বার ওই এলাকায় অভিযান চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।