সিধি, ২৭ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের সিধি জেলায় বুধবার সকালে একটি বেসরকারি স্কুল বাসে আগুন লেগে যায়। বুধবার এক পুলিশ আধিকারিক একথা জানিয়েছেন। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বেসরকারি স্কুল বাসে থাকা শিশুদের ও গাড়ির চালকের কোনও ক্ষতি হয়নি, কিন্তু স্কুল বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা নাগাদ স্কুল বাসটি পুলিশ সিধি জেলার লাইন্স মাঠের কাছে পৌঁছলে শিশুদের মধ্যে আতঙ্ক চোখে পড়ে। কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক অভিষেক উপাধ্যায় জানিয়েছেন, আগুন লক্ষ্য করার সঙ্গে সঙ্গে চালক অবিলম্বে বাসটি থামিয়ে ফেলে, তারপর বাসের ভিতরে থাকা পাঁচ-সাতজন শিশুকে নিরাপদে বার করে আনা হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরো বাসটি পুড়ে গিয়েছে।