আগরতলা, ২৭ ডিসেম্বর : আগরতলা পুর নিগমের উদ্যোগে ৩০ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শারদ সম্মাননা অনুষ্ঠিত হবে। আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন তিনি বলেন, আগরতলা পুর নিগমের সবকটি জোনাল এলাকার ক্লাবগুলিকে শারদ সম্মান প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে পূর্ব প্রশাসন। আগরতলা পুর নিগমের উদ্যোগে ৩০ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শারদ সম্মাননা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।এছাড়া উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মোট ২১টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। পাঁচটি ক্লাবকে ফেরার সেরা পুরস্কার প্রদান করা হবে।
তিনি আরও জানান, এতে ক্লাবগুলির সংস্কৃত বজায় থাকবে। শহর এলাকার নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার ক্ষেত্রেও ক্লাবগুলি বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।