আগরতলা, ২৬ ডিসেম্বর : প্রি-বোর্ড পরীক্ষার দশম শ্রেনির প্রশ্নপত্র ফাঁস হওয়ায় আজ প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস ও বামপন্থী ছাত্র সংগঠন। এদিন দুই সংগঠনের পক্ষ থেকে শিক্ষাভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তাঁদের দাবি, ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আজ এই দাবিতে শিক্ষাভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই এবং এসএফআই ও টিএসইউ।
যুব কংগ্রেসের জনৈক নেতার অভিযোগ, এ-রাজ্যে বিজেপি পরিচালিত সরকারের শাসনকালে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। এখানে শিক্ষা ব্যবস্হা বিদ্যা ব্যবসায় পরিণত হয়েছে। ওই বিদ্যা ব্যবসায়ীরাই পরীক্ষাপত্র ফাঁস করে দিয়েছেন বলে অভিযোগ। পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের পিছনে শিক্ষা দফরের একাংশ কর্মী যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাই সংগঠনের দাবি, ওই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হোক।
পাশাপাশি এদিন এসএফআই-এর জনৈক ছাত্র যুব নেতা অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে রাজ্যে প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে। ছাত্র ছাত্রীদের ভবিষ্যত নিয়ে খেলছে রাজ্য সরকার। কেননা পরীক্ষার মধ্যেই এভাবে ছাত্র-ছাত্রীদের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে ছাত্রছাত্রীরা।