নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর:
রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় আগরতলার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিধায়ক সুরজিত দত্ত অসুস্থ হয়ে পড়ার সংবাদ ছড়িয়ে পড়তেই তার ঘনিষ্ঠমহল সহ বিভিন্ন রাজনৈতিক মহলে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।
মঙ্গলবার অসুস্থ বিধায়ককে দেখতে হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। উনার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন অসুস্থ বিধায়ককে দেখতে গেছেন বিরোধী নেতা। বিধায়কের অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার হাসপাতালে ছুটে গেছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।