নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর: রক্তদান শিবিরের ধারাবাহিকতা বজায় রাখার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের ক্যালেন্ডার তৈরি করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। আগরতলার প্রজ্ঞাভবে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়েছে এদিন।
বি.এস.এফ, পুলিস, এন.এস.এস সহ অন্যান্যরা বৈঠকে অংশ গ্রহণ করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক জুবেলি দেববর্মা সহ অন্যান্যরা।
নিগমের মেয়র দীপক মজুমদার জানান রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য রক্তদান শিবির করা হয়। যত বেশি রক্তদান শিবির করা যাবে ততবেশি চাহিদা মেটানো যাবে। তিনি আরও বলেন দুর্গা পূজার সময়ে শিবির খুব কম হয়। আগে থেকে রক্তদানের ক্যালেন্ডার করা থাকলে সুবিধা হবে। তাই রক্তদান শিবিরের ক্যালেন্ডার তৈরির জন্য এইদিন বৈঠক করা হয়েছে।