কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): বড়দিন ২৫ ডিসেম্বর। এই বড়দিনের পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বরকে বলা হয় বক্সিং ডে। আর এই বক্সিং ডে’র অর্থ হলো বক্স বন্দী করে অন্যকে উপহার দেওয়া। বক্স করে উপহার দেওয়ার প্রেক্ষিতেই এটা বক্সিং ডে নামে পরিচিতি পেয়েছে। আর এই দিনটিতে যে ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় সেই ম্যাচকে বলা হয় বক্সিং ডে ম্যাচ।
এই বক্সিং ডে’তে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় বক্সিং ডে’তে ক্রিকেট ও ফুটবল ম্যাচ হয়ে থাকে। আজ বক্সিং ডে’তে ইংলিশ প্রিমিয়ার লিগের পাঁচটি লিগ ম্যাচ রয়েছে। নিউক্যাসল ও নটিংহ্যাম ফরেস্ট, শেফিল্ড ও লুটন টাউন, বোর্নামাউথ ও ফুলহ্যাম, বার্নলি-লিভারপুল ও ম্যানইউ-অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে। এই পাঁচটি ম্যাচকেই বলা হচ্ছে বক্সিং ডে ম্যাচ।
অপরদিকে আজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং আজই দক্ষিণ আফ্রিকায় আছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। এই দু’টি ম্যাচকেই বক্সিং ডে টেস্ট ম্যাচ বলা হয়।

