সেঞ্চুরিয়ান, ২৬ ডিসেম্বর (হি.স.): আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের ব্যর্থতা ভুলে কোচ রাহুল দ্রাবিড় বলছেন, ভারতীয় দল সেই ধাক্কা ইতিমধ্যে কাটিয়ে উঠেছে। এখন দক্ষিণ আফ্রিকায় তারা ইতিহাস লিখতে চায়। এর আগে দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। রোহিত শর্মাদের চোখে স্বপ্ন এখন দক্ষিণ আফ্রিকায় প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস লেখা। মঙ্গলবার বক্সিং ডে’তে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ।
আজ সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট। বিশ্বকাপের পর এই টেস্টের মধ্য দিয়েই বাইশগজে ফিরছেন রোহিত শর্মা ও কোহলিরা। টেস্ট সিরিজে থাকছে কিছু তরুণের অগ্নিপরীক্ষাও। শুভমন, জয়সওয়ালদের সঙ্গে তারকাদের ব্যাটের ঝলক দেখার অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

