চাম্পামুড়া -১৭৫/৭
আর সি সি-১০৫/৮
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।
হোঁচট খেলো এন এস আর সি সি। পিছিয়ে পড়লো খেতাবের দৌড় থেকে। সুপার ফোরের প্রথম ম্যাচে পরাজিত হয়ে। চাম্পামুড়া সি সি-র বিরুদ্ধে লড়াইটা ভালো শুরু করলেও দলের দুই প্রতিভাবান ব্যাটসম্যান অনশ ভাটনাগর এবং শায়ন্তন কর বড় স্কোর করতে না পারায় দলও সাফল্য পায়নি। সুপারের প্রথম ম্যাচে শক্তিশালী এন এস আর সি সি-কে পরাজিত করে মনোবল অনেকটাই বাড়িয়ে নিলো চাম্পামুড়া সি সি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-১৩ ক্রিকেটের সুপার ফোরে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে চাম্পামুড়া সি সি জয়লাভ করে ৭০ রানে। দুরন্ত জয়ে উজ্জীবিত চাম্পামুড়ার ক্রিকেটাররা। আর সি সি-র টিম ম্যানেজমেন্টের ভূল রণনীতিতেই পরাজয় বলে মনে করছেন ক্রিকেট মহল। শুরু থেকে মঙ্গলবার চাম্পামুড়ার ব্যাটসম্যান-রা চড়াও হয় আর সি সি-র বোলারদের উপর। অনেকেই মনে করছেন, তখনই আর সি সি কোচের উচিৎ ছিলো দলের নির্ভরযোগ্য স্পিনার অনশ ভাটনাগরকে আনা। তাহলেও কিছুটা চাপে পড়ে যেতে পারতো চাম্পামুড়া। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চাম্পামুড়া নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। দলের হয়ে রাহুল তামাং ৫৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, রণদীপ দাস ৫৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৪, শুভজিৎ ভট্টাচার্য ৪৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৪, তানিষ্ক চক্রবর্তী ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪,মনিষ ঘোষ ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং দলনায়ক অয়ন দেবনাথ ২৯ বল খেলে ১ টি এভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। আর সি সি-র পক্ষে সিদ্ধার্থ দে ২৫ রানে, অনশ ভাটনাগর ২৫ রানে এবং যুবরাজ ডি রাঠোর ৩৭ রানে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে আর সি সি নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করতে সক্ষম হয়। তনোজিৎ সাহা ৩৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬, অনশ ভাটনাগর ৬১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৬,দেবব্রত রুদ্রপাল ৪২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং শায়ন্তন কর ৩৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। চাম্পামুড়ার পক্ষে অয়ন দেবনাথ ২১ রানে ৩ টি উইকেট দখল করে।