blood donation camp : স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন নিঃসন্দেহে সামাজিক সচেতনতা বোধের অন্যতম নিদর্শন। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের কার্যকরী সদস্য তথা ত্রিপুরা ট্রায়াথলন অ্যাসোসিয়েশনের সম্পাদক অমীয় কুমার দাসের ঐকান্তিক প্রয়াসে টেনিস এসোসিয়েশনের সহযোগিতায় মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে আজ সোমবার বেলা ১১ টায় এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে ১০৮ স্বামী ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা মহারাজ এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, পদ্মশ্রী দীপা কর্মকার, অধিকর্তা সত্যব্রত নাথ, ক্রীড়া সংগঠক সুজিত রায় প্রমূখ উপস্থিত ছিলেন।