নিজস্ব প্রতিনিধি, ফটিকরায়, ২৫ ডিসেম্বর : দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উদযাপন হয়েছে বিজেপির ফটিকরায় মণ্ডল কমিটির উদ্যোগে। ২৫শে ডিসেম্বর সোমবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি দলের প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মদিন। প্রতিবছরই গোটা দেশে এই দিনটিকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বিজেপি উদ্যোগে। ব্যতিক্রমীর নীতি নেই এবারও।
প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গার সাথে ফটিকরায় বিধানসভায়ও বিজেপির উদ্যোগে এইদিন গকুলনগর বাজারে দলীয় কার্যকর্তাদের নিয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়।
উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস,ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপর্না দাস, বিজেপির দলের ফটিকরায় মণ্ডল নেতৃত্ব সহ কার্যকর্তাগন।
বিজেপির দলকে কাজ করতে গেলে এবং সংগঠনকে মজবুত করতে হলে প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনী সম্পর্কে আগে জানতে হবে বলে এদিনের সভায় বললেন মন্ত্রী সুধাংশু দাস৷ এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে বিশদে আলোচনা করেন মন্ত্রী৷