ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। দুর্দান্ত পারফরম্যান্স করলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাস। গুয়াহাটিতে সাউথ পয়েন্ট স্কুলের অনুষ্ঠিত উন্মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায়। আসরে অংশ নিয়েছিলো ২৭২ জন দাবাড়ু। এরমধ্যে আরাধ্যা দখল করে ২২ তম স্থান। আসরে ৯ রাউন্ড খেলে ত্রিপুরার ওই দাবাড়ুটির পয়েন্ট সাড়ে ৬। শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ছাত্রীটি আসর থেকে ৯৭ রেটিংও বাড়ায়। আসরে ২২ তম স্থান পাওয়ার সুবাদে মেডেল সহ প্রাইজমানি বাবদ পায় ৭ হাজার টাকা। দুরন্ত সাফল্যে খুশি আরাধ্যা। আগামীদিনে আরও ভালো ফলাফল করতে সে বদ্ধপরিকর।
2023-12-25