বারইগ্রাম (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : শুভ অধিবাসের মাধ্যমে সোমবার থেকে শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ১০৯-তম আবির্ভাব তিথি উৎসব শুরু হয়েছে। রাধারমণ পূর্ণিমা উপলক্ষ্যে করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রাম আশ্রমে পালিত হচ্ছে প্রভুপাদের ১০৯-তম আবির্ভাব তিথি।
ত্রিদিবসীয় উৎসবানুষ্ঠান আজ সোমবার শুভ আমন্ত্রণ অধিবাসের মাধ্যমে শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার রাধারমণ পূর্ণিমা। মূল অনুষ্ঠান মঙ্গলবারের পর্বে রয়েছে মঙ্গলারতি, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, শ্রীশ্রী প্রভুপাদের স্নান পর্ব, কীর্তন সহ প্রভুর মন্দিরে আগমণ, শ্রীশ্রী গুরুগীতা, শ্রীশ্রীগুরু মহিমা পাঠ ও শ্রীশ্রী গীতাযজ্ঞ পূজার্চনা, অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় থাকবে বরিষ্ঠ শিষ্য স্মারক-সম্মান ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার ভোর থেকে প্রভুর মন্দিরে মঙ্গলারতি ও নন্দোৎসব পালিত হবে। পরে কীর্তন সহ শ্রীশ্রীপ্রভুর প্রতিকৃতি সহ নগর পরিক্রমান্তে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।
তিনদিনের এই ধর্মীয় অনুষ্ঠানকে সার্থক করে তুলতে সকল সনাতনী ভক্তপ্রাণদের সক্রিয় সহযোগিতা সহ উপস্থিতি কামনা করেছেন আশ্রম কর্তৃপক্ষ।