উত্তর ত্রিপুরা জেলা সফরে সাংসদ রেবতী ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ ডিসেম্বর : রবিবার একাধিক কর্মসূচি নিয়ে উত্তর ত্রিপুরা জেলা সফরে আসেন ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন সকাল ১২ টার সময় তিনি প্রথম কর্মসূচিতে যোগ দিয়েছেন কদমতলা ব্লকে পঞ্চায়েত  সমিতির কনফারেন্স হলে।

সেখানে কদমতলা ব্লক এলাকার সমস্ত এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হয়েছেন তিনি। সাথে ছিলেন কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রনয় দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব,পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষন দাস সহ অন্যান্যরা। এদিন প্রথমেই সাংসদকে সংবর্ধনা প্রদান করেছেন এসএইচজি গ্রুপের মহিলা সহ কদমতলা আরডি ব্লকের কর্মরত মহিলারা।

সাংসদ রেবতী মোহন ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়ষি প্রশংসা করে বলেন, নারী শক্তিকে স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। এতে লক্ষ লক্ষ মহিলারা এই এস এইচ গ্রুপের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিশেষ করে মহিলাদের জন্য যেভাবে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন, তাতে আগামী দিনে মহিলারা আর পুরুষের উপর নির্ভর করে থাকতে হবে না।

তাই সমস্ত রাজ্য সহ কদমতলা ব্লক এলাকার গ্রামীন মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এইধরনের সরকারি প্রকল্পের সাহায্য নিয়ে এগিয়ে আসার আহ্বান রাখেন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা।

তাছাড়া এদিন কদমতলা ব্লক এলাকার দুটি স্ব সহায়ক দলের মহিলাদের হাতে তিন লক্ষ এবং চার লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি। সবশেষে স্ব সহায়ক দলের মহিলারা তাদের দলের উৎপাদিত বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছেন সাংসদ সহ মঞ্চে উপস্থিত অতিথিদের হাতে।

এই অনুষ্ঠান শেষে সাংসদ রেবতী ত্রিপুরা কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়ী এলাকায় অবস্থিত আনফর আলীর বাড়িতে আগর উৎপাদিত কারখানা পরিদর্শন করেছেন। উওর ফুলবাড়ি এলাকায় অবস্থিত আনফর আলীর বাড়িতে মামন এন্টারপ্রাইজ নামের আগর ইন্ডাস্ট্রি পরিদর্শনে গিয়ে সেখানে কিভাবে আগর গাছ থেকে আগরের বিভিন্ন ধরনের সামগ্রী  উৎপাদন হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।

আগর ব্যবসায়ীদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করলেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। সাথে ছিলেন কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রনয় দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব,পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষন দাস সহ অন্যান্যরা।