কোচবিহার, ২৪ ডিসেম্বর (হি.স.): কোচবিহার জেলায় ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের বাবুরহাটের মরাতোর্ষা ব্রিজ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই ব্যক্তি কোচবিহারের দিক থেকে খাপাইডাঙ্গার উদ্দেশ্যে বাইকে যাচ্ছিলেন। সেই সময় উলটো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
যার জেরে দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। যদিও চালক পলাতক। পুলিশ জানিয়েছে, চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

