নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): ‘বতন কো জানো’ অর্থাৎ দেশকে জানুন – এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার জম্মু ও কাশ্মীরের ২৫০ জন শিক্ষার্থীর সঙ্গে আলাপচারিতায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ড শ্রেণী থেকে জম্মু ও কাশ্মীরের প্রায় সমস্ত জেলা থেকে ২৫০ জন শিক্ষার্থী দেশ ভ্রমণ করছে। তাঁরা ইতিমধ্যেই জয়পুর, আজমের এবং দিল্লি সফর করেছেন।
রবিবার এই ২৫০ জন শিক্ষার্থীর সঙ্গে আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। তাঁদের অভিজ্ঞতার কথা শোনেন মোদী। উল্লেখ করা দরকার, এই ২৫০ জন শিক্ষার্থী জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁরা ‘বতন কো জানো’ কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখবেন।