নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : সবসময় এগিয়ে যাওয়ায় বিশ্বাস রাখুন, সমালোচনা উপেক্ষা করুন, ২০২৩ ব্যাচের আইএসএস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে রবিবার একথা বলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
রবিবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ভারতীয় পরিসংখ্যান পরিষেবা (আইএসএস)-র আধিকারিকদের দায়িত্ব পালনের পথে সততার সঙ্গে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি তাঁদের উদ্দেশ্যে বলেন, অনেক ধরণের চাপের মুখোমুখি হতে হবে কিন্তু ভারত মাতার সেবা করার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে। উপরাষ্ট্রপতি রবিবার তাঁর বাসভবনে ২০২৩ ব্যাচের আইএসএস পরীক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। ধনখড় তাঁদের বলেন, কাজ করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও সমালোচনার সম্মুখীন হতে হয়। তিনি নিজেও এর শিকার হয়েছেন। রাজ্যসভার চেয়ারম্যান এবং উপ-রাষ্ট্রপতির পদে থেকেও তিনি রেহাই পাচ্ছেন না। তা সত্ত্বেও তিনি সবসময় এগিয়ে যেতে বিশ্বাসী।
ধনখড় বলেন, একজন ভুক্তভোগী জানে কিভাবে ভেতর থেকে সহ্য করতে হয়, সবকিছুর মুখোমুখি হতে হয়, সমস্ত অপমান সহ্য করতে হয়, আমরা আমাদের ভারত মাতার সেবায় নিয়োজিত। তাই সব ভুলে এগিয়ে যেতে হবে।
উপ–রাষ্ট্রপতি পরীক্ষার্থীদের তাঁদের কৃতিত্বের জন্য গর্বিত হতে বলেছেন। তিনি বলেন, বিশ্ব আমাদের প্রশংসা করছে। আমাদের মধ্যে কেউ কেউ, ইচ্ছাকৃতভাবে বা অজ্ঞতাবশত, আমাদের নিচে নামাতে চায়। এটা নিয়ে কখনো চিন্তা করবেন না।