নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন। শনিবার সারাদিনে ভারতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। গোটা দেশের মধ্যে কেরলেই একজন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৩,৭৪২০-তে পৌঁছেছে।
নতুন করে একজনের মৃত্যুর পর রবিবার সকাল আটটা পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫,৩৩,৩৩৩। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৭১,৫৪৫ জন করোনা-রোগী। মোট টিকাকরণের সংখ্যা বেড়ে ২২০,৬৭,৭৯,০৮১-তে পৌঁছেছে।

