BRAKING NEWS

বাংলাদেশী নাগরিক সন্দেহে তেলিয়ামুড়া থেকে আটক ১২ জন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ ডিসেম্বর : গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশী নাগরিক সন্দেহে একসঙ্গে ১২ জনকে আটক করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। বেশ কিছুদিন ধরেই তেলিয়ামুড়া শহরজুড়ে বেশ কয়েকজন সন্দেহভাজন লোক ঘোরাফেরা করছে। তারা একসঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকে। প্রতিদিন তেলিয়ামুড়া শহরে তারা ফেরি দিয়ে কাপড় বিক্রি করে। তাদের দেখে সন্দেহ হলে শনিবার রাতে পুলিশ তাদের ভাড়া বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ১২ জন সন্দেহভাজন ব্যক্তিকে ২টি ভাড়া বাড়ি থেকে আটক করেছে।

তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ত্রিপুরার সীমান্ত ব্যবহার করেই তারা রাজ্যে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার  নন্দন বৈদ্য জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাদের উপর নজর ছিল পুলিশের। তাদের মধ্যে বাংলা ও হিন্দিভাষী উভয়েই রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তাদের মধ্যে কয়েকজন বিহার রাজ্যের রয়েছেন, কিন্তু বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিকও থাকতে পারেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তিনি। ভারতে প্রবেশের জন্য উপযুক্ত পাসপোর্ট ভিসা না থাকলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *