চৌধুরী চরণ সিংকে শ্রদ্ধাঞ্জলি যোগীর, ৫১ জন কৃষককে উপহার দিলেন ট্র্যাক্টর

লখনউ, ২৩ ডিসেম্বর (হি.স.): জন্মজয়ন্তীতে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সকালে লখনউতে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিশিষ্টজনেরা। পরে চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে ‘কৃষক উপহার যোজনা’-র অধীনে ৫১ জন কৃষকের হাতে তুলে দেন ট্র্যাক্টরের চাবি।

এদিনই লখনউতে আয়োজিত কিষাণ সম্মান দিওয়ান – ২০২৩ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী যদি আদিত্যনাথ বলেছেন, “আমরা গত ৯ বছরে একটি পরিবর্তনশীল ভারত প্রত্যক্ষ করেছি। এই প্রথমবার দেশের কৃষকরা অনুভব করেছেন, তাঁরা সরকারের এজেন্ডায় অগ্রাধিকার পেয়েছে। গত ৯ বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে চালু করা প্রকল্পগুলি আমরা দেখেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *