আগরতলা, ২৫ নভেম্বর: ত্রিপুরায় একাংশ বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। শিক্ষক নিয়োগের জন্য ছাত্রছাত্রীরা পথ অবরোধ করছে। তারপরও শিক্ষক স্বল্পতা দূরীকরণে কোনো উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার। ফল প্রকাশের দাবিতে বিক্ষোভে মিলিত হয়ে এমনটাই অভিযোগ তুলেছেন এসটিজিটি পরীক্ষার্থীরা।
এদিন তাঁরা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কাছে অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য কাতর আবেদন জানিয়েছেন।
জনৈক পরিক্ষার্থী জানিয়েছেন, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ১ বছর ৪ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। কিন্তু এদিকে দেখা যাচ্ছে রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক নেই।
তারপর ও টিআরবিটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছে না। তাই তাঁরা আজ বাধ্য হয়ে রাজবাড়িতে বিক্ষোভ দেখিয়েছেন।তাঁদের দাবি, অতিসত্বর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক।