নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): সংসদে নিরাপত্তা বিচ্যুতির ঘটনায় ষষ্ঠ অভিযুক্ত মহেশ কুমাওয়াতকে আরও ১৩-দিনের জন্য হেফাজতে পেল দিল্লি পুলিশ। ৭-দিনের হেফাজতের মেয়াদ শেষ হওয়ায়, শনিবার মহেশকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। এদিন ষষ্ঠ অভিযুক্তকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত দিল্লি পুলিশের হেফাজতে পাঠিয়েছে আদালত।
সংসদে হামলা তথা ধোঁয়া-কাণ্ডের ষষ্ঠ অভিযুক্ত হল এই মহেশ। এর আগে ৭-দিনের জন্য দিল্লি পুলিশের হেফাজতে ছিল সে। ৭-দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শনিবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হয় মহেশকে। আদালত এদিন মহেশকে ১৩-দিনের জন্য অর্থাৎ আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

