পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ পরিদর্শন রাষ্ট্রপতির

যোধপুর, ২৩ ডিসেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার একদিনের সফরে জয়সলমেরে পৌঁছে পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ পরিদর্শন করেন। পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনা কর্মীদের সঙ্গে দেখা করেন মুর্মু।

তিনি জয়সলমেরের পুনম সিং স্টেডিয়ামে গিয়ে “লক্ষপতি দিদি সম্মেলন” নামক একটি অনুষ্ঠানে যোগ দেন।
সেখানে হাজার হাজার স্বাবলম্বী মহিলাকে একসঙ্গে দেখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আনন্দ পান। সেই আনন্দের প্রকাশ তাঁর চোখে-মুখে দেখা গিয়েছিল। এই অনুষ্ঠানে রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং কৃষিমন্ত্রী কৈলাশ চৌধুরী উপস্থিত ছিলেন।

জয়সলমেরে ‘লক্ষপতি দিদি সম্মেলন’-এ অংশ নেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি মুর্মু ব্যাঙ্ক থেকে ১০০ কোটি টাকা ঋণ, ৪০ কোটি টাকা জীবিকার প্রচার সহায়তা এবং রাজস্থান মহিলা নিধি ঋণের ১০ কোটি টাকার চেক মহিলাদের মধ্যে বিতরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *