নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ ডিসেম্বর : উত্তর ত্রিপুরা জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলে অন্যতম নাম পানিসাগরের কলাভূমি মিউজিক কলেজ। আজ সকাল ১১ টা ৩০ মিনিটে চার দিনব্যাপী কত্থক নৃত্য ও রবীন্দ্র নৃত্যের কর্মশালার উদ্বোধন হয় কলা ভূমির হলঘরে। অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে কলাভূমি পানিসাগরে ২৩শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত কত্থক নৃত্য, রবীন্দ্র নৃত্যের কর্মশালা এবং ২৬ শে ও ২৭ শে ডিসেম্বর পানিসাগর টাউন হলে মঞ্চ প্রদর্শনের আয়োজন করেছে।
কর্মশালার উদ্বোধনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শ্রী ধনঞ্জয় নাথ, ভাইস চেয়ারপারসন, পানিসাগর নগর পঞ্চায়েত, শ্রীমতি মৌসুমী দেবনাথ, সদস্যা, উত্তর ত্রিপুরা জেলা পরিষদ। মুখ্যপ্রশিক্ষিকা নৃত্য গুরু জবা ঘোষ সূত্রধর, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী সন্তোষ সূত্রধর, নৃত্য শিক্ষক দ্বৈপায়ন ভট্টাচার্য এবং শ্রী অর্জুন নাথ। সভাপতিত্ব করেন শ্রী অনুপ কুমার নাথ।
কথক নৃত্য ও রবীন্দ্র নৃত্য কর্মশালায় পানিসাগর সহ উত্তর ত্রিপুরা জেলা থেকে প্রায় ৫০-৬০ জন শিল্পী অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ কলাভূমির এ ধরণের উদ্যোগকে স্বাগত জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। স্বাগত ভাষণে কলাভূমির অধ্যক্ষ শ্রী অশোক কুমার নাথ সকলের সহযোগিতা কামনা করেন।