নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): দেশের মুক ও বধির কুস্তিগির বীরেন্দ্র পদ্মশ্রী সম্মানে ভূষিত। কিন্তু এই বধির কুস্তিগীর বজরং পুনিয়ার মত তিনিও পদ্মশ্রী ফিরিয়ে দিতে চাইছেন। উল্লেখ্য, যৌন নির্যাতনের অভিযোগ ওঠা ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং দেশের কুস্তি ফেডারেশনের প্রধান হওয়ার প্রতিবাদ জানিয়ে অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক খেলা ছেড়েছেন, পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া। আর এবার সেই তালিকায় নাম লেখালেন মুখ ও বধির কুস্তিগীর বীরেন্দ্র সিং।
2023-12-23

