BRAKING NEWS

গঙ্গাজলঘাটিতে রক্তদান শিবির ও দুস্থদের বস্ত্র বিতরণ

বাঁকুড়া, ২৩ ডিসেম্বর (হি. স.) শ্রমিক মালিক যৌথ উদ্যোগে রক্তদান, দুস্থদের বস্ত্র বিতরণের মত সামাজিক কর্মকান্ডের নজির তুলে ধরলো বড়জোড়া শিল্পাঞ্চল এর এস এন কনস্ট্রাকশন। সংস্থায় কর্মী সংখ্যা প্রায় ২২০০। অথচ কোনও শ্রমিক সংগঠন নেই। এই বিরল ছবি বোধ হয় শিল্পাঞ্চলের আর কোথাও দেখা যাবে না। শনিবার গঙ্গাজলঘাটির শ্রীচন্দ্রপুরে সংস্থার শ্রমিক ও মালিক যৌথ উদ্যোগে রক্তদান শিবির ও দুস্থদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

সংস্থার কর্মী অমিতেশ ঘোষাল বলেন, আমাদের সংস্থায় কোনো শ্রমিক সংগঠন নেই। কারণ য সংস্থার দুজন ডিরেক্টরই আমাদের দাবি-দাওয়া সম্পর্কে সজাগ। শুধু তাই নয় বাৎসরিক লভ্যাংশের একটা অংশ সমস্ত কর্মীদের মধ্যে উৎসাহ ভাতা হিসেবে প্রদান করেন। আবার আমাদের দাবি মত সমাজ কল্যান মূলক কাজেও এগিয়ে আসেন। পুজোর সময় গৌরিপুর হাসপাতালের কুষ্ঠ কলোনীর সমস্ত আবাসিক ও ভর্তি থাকা হয় রোগীদের নতুন জামা কাপড় দেওয়া, প্রতিবছর শীতের সময় শীতবস্ত্র দেওয়া, রক্তদান শিবির করা, চিকিৎসা শিবির স্বাস্থ্য শিবির করার পাশাপাশি দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য সাহায্য, চিকিৎসার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম পরিষেবার ব্যবস্থা করা হয়। সংস্থার দুই ডিরেক্টর সমীরণ চ্যাটার্জি ও নৃপেন ঢাং বলেন, শ্রমিকদের দুশ্চিন্তা মুক্ত করতে পারলেই সংস্থা তাদের কাছ থেকে একই সময়ে দ্বিগুণ শ্রম লাভ করে। আমরা এই ফর্মুলায় বিশ্বাস করি বলেই কর্মী ও মালিক পক্ষের ভেদাভেদ মুছে দিতে পেরেছি। সমীরণ বাবু বলেন, এস এন কনস্ট্রাকশনে আমরাও বেতনভূক কর্মী। নৃপেন ঢাং জানান, এদিন বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় ৬৫ জন রক্ত দান করেছেন। এই রক্ত থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫০ জন দুস্থ ব্যাক্তির হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *