সাব্রুম, ২৩ ডিসেম্বর: হাঁস চুরি করতে এসে জনতার হাতে আটক এক যুবক। তাঁকে বেধড়ক মারধর করে স্হানীয় মানুষ। পর্রবতী সময়ে দমকল বাহিনীরা তাঁকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন জনৈক দমকলকর্মী।
জনৈক দমকলকর্মী জানিয়েছেন, আজ বিকেলে সাব্রুম নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের হাবিলদার পাড়াতে বিজয় দাস নামে একজন যুবককে স্হানীয় জনগন চোর সন্দেহে গন ধোলাই দেয়। হাঁস চুরি করতে এসে ধরা পরে বলে জানিয়েছেন। তাঁকে বেধর প্রহার করে।পরে দমকল বাহিনী এসে তাকে উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কা জনক আছে।সারা শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট রয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রুমা পোদ্দার দে ও মেম্বার প্রদীপ দাস হাসপাতালে এসেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।