কাশ্মীরে এখনও সন্ত্রাস শেষ হয়নি, পুঞ্চ-হামলার প্রেক্ষিতে মন্তব্য ফারুকের

শ্রীনগর, ২২ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ এখনও শেষ হয়নি। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে ফারুক আব্দুল্লাহ বলেছেন, “জম্মু ও কাশ্মীরে এখনও সন্ত্রাস চলছে, এইমাত্র একটা ঘটনা ঘটেছে। সন্ত্রাস শেষ হয়নি। তাঁরা (কেন্দ্রীয় সরকার) শুধু কাশ্মীরে পর্যটন বাড়ানোর কথা বলছে। একজন পর্যটক গুলিবিদ্ধ হলে এখানে কেউ আসবে না।”

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪ জন সৈনিক শহীদ হয়েছেন, এছাড়াও ৩ জন জওয়ান আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জম্মুর পুঞ্চে ভারতীয় সেনার একটি ট্রাক লক্ষ্য করে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ওই ট্রাকটিতে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। পুঞ্চের থানামান্দি এলাকার শাবনীতে কয়েক জন জঙ্গি ট্রাকটি লক্ষ্য করে গুলি চালায়। হামলায় ৪ জন জওয়ান প্রাণ হারিয়েছেন।