রবীন্দ্র সরোবরে অস্বাভাবিক মৃত্যু বৃদ্ধের, উলুবেড়িয়ায় পুকুরে মিলল নিখোঁজ ব্যক্তির দেহ

কলকাতা, ২২ ডিসেম্বর (হি.স.): শুক্রবার সাতসকালে রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম পার্থপ্রতিম গঙ্গোপাধ্যায় (৬৭)। তাঁর বাড়ি রবীন্দ্র সরোবর এলাকাতেই। জানা গিয়েছে, হাঁটতে হাঁটতে আচমকাই পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, তিনদিন পর বাড়ির সামনের পুকুর থেকেই উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উলুবেড়িয়ার কালীনগর এলাকার আড্ডি মোড়ে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হারাধন দাস (৫৩)। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।