মুম্বই, ২২ ডিসেম্বর (হি.স.) : মুম্বই বিমানবন্দর থেকে বিদেশী সাপ এবং অজগর পাচারকারী এক ব্যক্তিকে শুক্রবার গ্রেফতার করেছে রাজস্ব গোয়েন্দা দফতরের দল (ডিআরআই)।
ডিআরআই-এর দল ধৃতের কাছ থেকে নটি অজগর ও দুটি বিদেশী সাপ বাজেয়াপ্ত করেছে। এরপর এই বিদেশী সাপ ও অজগরকে বিদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ডিআরআই। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, তাঁদের দল নিয়মিত মুম্বই বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছিল। এদিন ব্যাংকক থেকে আসা এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখা যায়। সেই ব্যক্তির তল্লাশির সময় তার ব্যাগ থেকে নটি অজগর (পাইথন রেগিয়াস) এবং দুটি সাপ (প্যানথেরোফিস গাট্টাস) পাওয়া গেছে। এই সাপগুলিকে কাস্টমস অ্যাক্ট, ১৯৬২ এর অধীনে বাজেয়াপ্ত করা হয়। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ দফতরের আধিকারিকরা বাজেয়াপ্ত সাপ ও অজগরের বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারে যে সাপগুলি বিদেশ থেকে আনা হয়েছে। আধিকারিকরা বলেছেন, এটি আমদানি নীতির লঙ্ঘন, তাই অজগর ও সাপকে ফেরত পাঠানো হবে ব্যাংককে। বর্তমানে উদ্ধার হওয়া সাপ ও অজগরকে এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করা হয়েছে। এয়ারলাইন্সের সহায়তায় তাদের ব্যাংককে ফেরত পাঠানো হবে। এই ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

