গোন্ডা, ২২ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে গোন্ডা জেলার ছাপিয়া থানা স্টেশন এলাকার গৌড় চৌকির গোন্ডা-খোদার-ভানানে সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল। একজন সাইকেল আরোহীকে বাঁচানোর জন্য একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় দুজন যুবক সহ একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ জানিয়েছে, খোদারে থেকে বেবাননে যাওয়ার পথে একটি গাড়ি একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় পাঁচজন গাড়িতে ছিলেন, দুর্ঘটনায় মোট তিনজনের প্রাণ চলে যায়। পুলিশ ও স্থানীয়রা গাড়ি থেকে মৃতদেহগুলি বের করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজন যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে গোরক্ষপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
বজবজে জুয়েলারি দোকানে লুট
দক্ষিণ ২৪ পরগনা, ২২ ডিসেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ ২ নম্বর ব্লকের নোদখালি থানার অন্তর্গত আলমপুর হাই রোডের পাশে অবস্থিত একটি জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
দোকানের কর্মচারীদের মতে, বৃহস্পতিবার রাতে তিন যুবক একটি বাইকে করে এসে ক্রেতা বলে সোনার দোকানে প্রবেশ করে। হঠাৎ সে বন্দুক দেখিয়ে লুটপাট শুরু করে। স্বর্ণালংকার ও নগদ বাক্স লুট করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। দোকানের মালিক দীপক সামন্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকা ও দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

