নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): সংসদ ভবনে নিরাপত্তা বিচ্যুতির ঘটনায় অন্যতম অভিযুক্ত ললিত ঝা-কে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠালো দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। সংসদ ভবনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় পঞ্চম অভিযুক্ত হল এই ললিত ঝা। শুক্রবার ললিতকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়।
পুলিশের পক্ষ থেকে এদিন আদালতে আবেদন জানানো হয়, ললিতকে যেন ১৪ দিনের জন্য তাঁদের হেফাজতে পাঠানো হয়। পরে আদালত ললিত ঝা-কে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

