জিবি-কে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন এডি নগর প্লে সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন এডি নগর প্লে সেন্টার। সুপার ফোরে খেলা আগেই নিশ্চিত করে নিয়েছিল। তবে গ্রুপ লীগের খেলায় অপরাজিত থেকে সুপার ফোরে পৌঁছানোর আনন্দটাই আলাদা। গ্রুপ লীগে নিজেদের শেষ ম্যাচে আজ, বৃহস্পতিবার জিবি প্লে সেন্টারকে ৫৭ রানে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে এডি নগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে নীলেশ সূত্রধর সর্বাধিক ৬১ রান সংগ্রহ করে অপরাজিত থাকে। জিবি প্লে সেন্টারের রাজদীপ দেব ১১ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জিবি প্লে সেন্টার ২১.৪ বার খেলে ৬৪ রানে ইনিংস গুটিয়ে নেয়। এডি নগরের আবির ভট্টাচার্য ১৪ রানে তিনটি উইকেট পেয়ে ম্যাচের সেরা হয়েছে। এছাড়া, তীর্থ চক্রবর্তীর পেয়েছে তিনটি উইকেট ১৯ রানের বিনিময়ে।