কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.): কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ১৯৫৯ সালের ২১ ডিসেম্বর তামিলনাড়ুর মাদ্রাজের মাইলাপুরে জন্মগ্রহণ করেন। ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের এক পরিচিত নাম। সতীর্থদের কাছে তিনি ‘চিকি’ নামেই বেশি পরিচিত। ১৯৮১-১৯৯২ সাল পর্যন্ত তিনি ভারতীয় দলের হয়ে খেলেছিলেন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। আক্রমণাত্মক স্ট্রোক খেলার জন্য বিখ্যাত ছিলেন। টেস্ট ক্রিকেটে তার আক্রমণাত্মক ব্যাটিং দর্শকদের মনোরঞ্জন করত। ক্রিকেট জীবনের শুরুর দিকে তিনি সুনীল গাভাসকারের ওপেনিং পার্টনার ছিলেন।
ভারতের হয়ে ৪৩টি টেস্ট খেলে শ্রীকান্ত করেছেন ২০১২। সর্বোচ্চ ১২৩। সেঞ্চুরির সংখ্যা দুটি। হাফ সেঞ্চুরি করেছেন ১২টি। এছাড়া ১৪৬টি একদিনের ম্যাচ খেলে করেছেন ৪০৯১। সেঞ্চুরির সংখ্যা ৪। হাফ সেঞ্চুরি ২৭টি। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ১৩৪টি। রান করেছেন ৭৩৪৯। সেঞ্চুরি ১২টি, হাফ সেঞ্চুরি ৪৫টি। এছাড়া লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১৮৪টি। রান করেছেন ৫২০৯। সেঞ্চুরির সংখ্যা ৫, হাফ সেঞ্চুরি করেছেন ৩২টি। এছাড়া অফ স্পিন বল করতেন শ্রীকান্ত। টেস্ট ক্রিকেটে কোনও উইকেট পাননি, কিন্তু একদিনের ম্যাচে শ্রীকান্তের ঝুলিতে রয়েছে ২ টি উইকেট।প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট।
ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার পর ১৯৮১তে ভারতীয় দলে সুযোগ পান। সেবার ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক। টেস্ট অভিষেকও একদিনের ক্রিকেটে অভিষেকের ঠিক দু’দিন পরে মাত্র ২১ বছর বয়সে। মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল।
তার বড় সাফল্য ১৯৮৩র বিশ্বকাপে অংশগ্রহণ।বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছিলেন। ৫৭ বলে তিনি করেছিলেন ৩৮ রান। বলা যেতে পারে তার এই সাফল্যই ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে। তাছাড়া ১৯৮৫ সালের বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ব্যাট করে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। ১৯৮৯ সালে তাঁকে ভারতীয় দলের অধিনায়ক মনোনীত করা হয়। তাঁর নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজ খেলে চারটি টেস্টই ড্র করেছিল।
১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এরপর তিনি স্বল্প সময়ের জন্য তিনি ভারতীয় ‘এ’ দলের কোচের দায়িত্বে ছিলেন। ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর ভারতীয় দলের প্রধান নির্বাচক হন। ২০১২ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি চেন্নাই সুপার কিংস শ্রীকান্তকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করে। এরপর ২০১২ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন শ্রীকান্ত।

