গোটা বিশ্বে স্তব্ধ হয়ে গেল এক্স! বিপাকে পড়লেন ব্যবহারকারীরা, ফিরল স্বাভাবিক অবস্থায়

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): ভারত-সহ গোটা বিশ্বে হঠাৎই স্তব্ধ হয়ে গেল ইলন মাস্কের এক্স পরিষেবা। ব্যবহারকারীরা বৃহস্পতিবার সকাল থেকেই অভিযোগ জানাচ্ছিলেন, তাঁরা নতুন কোনও পোস্ট করতে পারছেন না এক্স-এ। এমনকি অন্যদের করা পোস্টও দেখতে পারছেন না। এক ঘন্টারও বেশি সময় এই বিভ্রাট চলার পর দুপুরের দিকে এক্স পরিষেবা আবারও স্বাভাবিক হয়েছে।

পরিষেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে অনেকেই বলেছেন, বেলা এগারোটার পর থেকে নিজেদের এক্স হ্যান্ডল খোলার পরেই তাঁরা দেখেন যে, একটি সাদা পাতা খুলে যাচ্ছে। সঙ্গে একটি বার্তা ভেসে উঠছে স্ক্রিনে— “আপনাকে এক্স-এ স্বাগত।” কিন্তু নিজেদের করা টুইট বা অন্যদের করা পোস্ট দেখতে গিয়ে তাঁরা দেখেন যে, সেখানে লেখা আসছে, “পোস্টের জন্য অপেক্ষা করুন।”