BRAKING NEWS

কানপুরে এক কোটি টাকার বেআইনি মদ ধরল এসটিএফ, গ্রেফতার করল এক পাচারকারী

কানপুর, ২১ ডিসেম্বর (হি.স.) : প্রায় এক কোটি টাকার বেআইনি বিদেশী মদ সহ বৃহস্পতিবার এক পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ ও মহারাজপুর থানার পুলিশ । এই ব্যাপারে থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারপ্রাপ্ত থানার ইনচার্জ পবন মিশ্র বলেন, পাঞ্জাবের বাসিন্দা উদয়ভান সিং হরিয়ানা থেকে বিহারে একটি ট্রাকে প্রায় এক কোটি টাকার অবৈধ বিদেশী মদ নিয়ে যাচ্ছিল। এসটিএফ প্রয়াগরাজ ফিল্ড ইউনিটের সাব-ইন্সপেক্টর রণেন্দ্র সিং এবং তাঁর দল তথ্য পেয়েছিলেন যে লক্ষ লক্ষ টাকার মদ পাচার করা হচ্ছে এবং অবৈধভাবে বিহারে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর মহারাজপুর থানায় যোগাযোগ করা হয় এবং চালকসহ ট্রাকটিকে আটক করা হয়। আটক ট্রাক চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *