নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। তাঁর মতে, দেশের জনগণ সবকিছু দেখছে, সঠিক সময়ে বর্তমান সরকারকে যোগ্য জবাব ফিরিয়ে দেবে দেশের জনসাধারণ। সংসদ থেকে বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন সাসপেন্ড হওয়া সাংসদরা। তাঁরা সংসদ থেকে বিজয় চক পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করেন। এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরদ পওয়ার বলেছেন, “আমি বিশ্বাস করি, দেশের জনগণ সবকিছু দেখছেন। দেশবাসী সঠিক সময়ে এই সরকারকে উপযুক্ত জবাব ফিরিয়ে দেবে।” প্রসঙ্গত, এদিন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শরদ পওয়ারও। সংসদ থেকে বিপুল সংখ্যক সাংসদকে বহিষ্কার করার জন্য সরকারের সমালোচনা করেন তিনি।
শরদ পওয়ার আরও বলেছেন, “আমরা সর্বদা প্রতিষ্ঠানকে সম্মান করি… সংসদে যা ঘটেছে তা দেশের ইতিহাসে আগে কখনও ঘটেনি। সংসদ থেকে ১৫০ জন সাংসদকে বহিষ্কারের ঐতিহাসিক কাজ হয়েছে। শুধু একটাই দাবি ছিল, তাঁরা (সংসদ নিরাপত্তা লঙ্ঘনের অভিযুক্তরা) কীভাবে এলো এবং কারা তাদের পাস দিয়েছে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি। এটা সংসদের অধিকার।” তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নকল করা প্রসঙ্গে পওয়ার বলেছেন, “কেউ যদি আমার বিরুদ্ধে কিছু বলে, মানে আমি এটা বলব না যে এটি মারাঠা এবং কৃষকদের অপমান…আমি কখনই তা বলব না।”

