হাফলং (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের (এনসিএইচএসি) আসন্ন নির্বাচনের জন্য আজ বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করার শেষ দিন জেলা বিজেপি সভাপতি ধনপাইনন থাওসেন, জেলা কংগ্রেস সভাপতি সমরজিৎ হাফলংবার, মোহিত হোজাই, নিরঞ্জন হোজাই, নজিৎ কেম্প্রাই, ড্যানিয়েল লাংথাসা সহ আরও বেশ কয়েকজন মননোয়ন পত্র পেশ করেছেন।
বৃহস্পতিবার হাফলঙে অটলবিহারী বাজপেয়ী ভবন থেকে রোড শো করে জেলাশাসকের কার্যালয়ে হাফলং আসনের বিজেপি প্রার্থী ধনপাইনন থাওসেন, জাটিঙ্গা আসনের বিজেপি প্রার্থী ফ্লেমিং রূপসী সাইলা, গুঞ্জুং আসনের বিজেপি প্রার্থী নজিৎ কেম্প্রাই ও হাডিমাং আসনের প্রার্থী দেবজিৎ বাটারি মনোনয়ন পত্র দাখিল করেন।
জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়ে বাইরে বেরিয়ে এসে ধনপাইনন থাওসেন সাংবাদিকদের বলেন, হাফলং আসন থেকে তাঁর জয় এখন শুধু সময়ের অপেক্ষা। তিনি আশাবাদী, হাফলং আসনে তিনিই জয়ী হবেন। এদিন তিনি ডিমা হাসাও জেলার শান্তি ও উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার জন্য জনগনকে আহ্বান জানিয়েছেন।
এদিকে হাফলং আসনের জন্য প্রয়াত কংগ্রেস নেতা নিন্দু লাংথাসার পুত্র ড্যানিয়েল লাংথাসা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন আজ। উত্তর কাছাড় পার্বত্য পরিষদের গত নির্বাচনে হাফলং আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পার্বত্য পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে এবার তিনি হাফলং আসন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ মনোনয়ন পত্র জমা দিয়ে বাইরে বেরিয়ে এসে ড্যানিয়েলের দাবি, হাফলং আসনে তাঁর জয় একপ্রকার নিশ্চিত। কারণ হাফলঙে তাঁর বিপুল জনসমর্থন রয়েছে।
এদিকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন জাটিঙ্গা আসনের জন্য বিজেপি প্রার্থী ফ্লেমিং রূপসী সাইলা ও নির্দল প্রার্থী ইরিক মার মননোয়ন পত্র জমা দিয়েছেন। তাছাড়া গুঞ্জুং আসনে বিজেপি প্রার্থী নজিৎ কেম্প্রাই ও কংগ্রেস প্রার্থী জয়থন লংমাইলাই মননোয়ন পত্র দাখিল করেছেন আজ। এভাবে হাডিংমা আসনে বিজেপি প্রার্থী দেবজিৎ বাটারি, দাওটুহাজা আসনে কংগ্রেস প্রার্থী সমরজিৎ হাফলংবা, বরাইল আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী থেননিইডাম লিয়েনথাং, জিনাম আসনে তৃণমূল কংগ্রেসের ভেনলালইংপুই মার, গরমপানি আসনে তৃণমূল কংগ্রেসের অনসিং তেরন, দিহাঙ্গি আসনে পমপনডাও লাংথাসা বৃহস্পতিবার মননোয়ন পত্র জমা দিয়ে্ছেন।
অন্যদিকে মাইবাঙে মহকুমাশাসকের কার্যালয়ে পশ্চিম মাইবাং আসনে বিজেপি প্রার্থী মোহিত হোজাই, হাতিখালি আসনে বিজেপি প্রার্থী নিরঞ্জন হোজাই মননোয়ন পত্র দাখিল করেছেন সোমবার।
আগামীকাল শুক্রবার মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। শুক্রবারই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।
এদিকে দলের টিকিট না পেয়ে ডিমা হাসাও জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রিপা হোজাই তাঁর পদ থেকে ইস্তফা দিয়ে হাফলং আসনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেও শেষ মুহূর্তে তিনি হাফলং আসনে নির্দল প্রার্থী হিসাবে পার্বত্য পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, বিজেপির শীর্ষ নেতৃত্বের অনুরোধে রিপা হোজাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।