জাতীয় টি-২০ : শেষ ম্যাচ হেরেই ঘরে ফিরছেন ত্রিপুরার মহিলা ক্রিকেট দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।। শেষ ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়েই ঘরে ফিরতে হচ্ছে ত্রিপুরার মহিলা ক্রিকেটারদের। ৮ দলীয় গ্রুপ লীগের খেলায় দুটি ম্যাচে জয়-ই ত্রিপুরা দলের প্রাপ্তি বলা যেতে পারে। বৃহস্পতিবার গ্রুপ লীগের শেষ ম্যাচে পরাজয়কে হিসেবে ধরলে ত্রিপুরার অনূর্ধ্ব ২৩ মহিলা ক্রিকেট দলকে জাতীয় টি-টোয়েন্টি আসরে গ্রুপের পাঁচ ম্যাচেই হারতে হয়েছে। পশ্চিমবঙ্গের বারাসাত গ্রাউন্ডে বৃহস্পতিবারের খেলায় টস জিতে উড়িষ্যা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার তন্ময়ী বেহারার ৪৩ রান, শুভ্র নির্ঝরিনীর ২৮ রান উল্লেখযোগ্য। ত্রিপুরার বোলার অম্বেষা দাস ৩২ রানে তিনটি, সেবিকা দাস দুইটি উইকেট পেয়েছে। এছাড়া, পূজা দাস ও প্রিয়াংকা সাহা একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করতেই ত্রিপুরার পক্ষে সীমিত ওভার ফুরিয়ে যায়। পূজা দাস একটু ভালো ব্যাট করে ৪২ বলে ৫ টি বাউন্ডারি হাঁকিয়ে ৩২ রানে অপরাজিত থাকলেও অন্যদের, বিশেষ করে টেল এন্ডারদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। ওপেনার অনামিকা দাসের কুড়ি রান, দলনেত্রী পূজা পালের দশ রান উল্লেখযোগ্য ছিল। ওড়িশার বোলার শুভ্র নির্ঝরিনী তিনটি এবং সারদা মহানন্দ দুটি উইকেট পেয়েছে।