BRAKING NEWS

নিজ দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ কংগ্রেস বিধায়ক বীরজিতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর : নাম না করে নিজ দলের বিরুদ্ধেই এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা। রাজ্যে কংগ্রেস দলের গোষ্ঠী কোন্দল বারবারই প্রকাশ্যে উঠে আসে। কংগ্রেসের সভাপতি পদে মুখ পরিবর্তনের পর থেকেই রাজ্যের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে একপ্রকার প্রকাশ্য কোন্দল অব্যাহত রয়েছে। তবে কেন দলীয় কার্যালয়ে যান না কংগ্রেস বিধায়ক ? অকপটভাবে তিনি জানান, দলীয় কার্যালয়ে যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি দলের বিধায়ক, কর্মী নন, যে দলীয় কার্যালয়ে বা দলীয় কর্মসূচীতে তাকে উপস্থিত থাকতেই হবে। কংগ্রেস বিধায়কের এহেন বক্তব্যে এক প্রকার নিজ দলে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে আগামীদিনে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে বিধায়ক বলেন, যাদের হাতে দলের ক্ষমতা রয়েছে তারাই সেটা জানান। একপ্রকার নাম না করে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতির দিকেই আঙ্গুল তুললেন তিনি। তাঁর বিরুদ্ধে তোপ দেগে তিনি আরো বলেন “তাঁরা অনেক দল ঘুরে এসেছেন তাঁদের অভিজ্ঞতা অনেক বেশি, আমি তো এক জায়গাতেই আছি, তাই দলের বিষয়ে তারাই ভালো বুঝবেন”।

কংগ্রেসের বিধায়ক হয়েও দল সম্পর্কে বিধায়ক বিরজিত সিনহার এহেন মন্তব্যে রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *