BRAKING NEWS

কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির বিস্তারক প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর : লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিস্তারক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে আজ। দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক বি এল সন্তোষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতির উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এদিন। 

আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য ৬২ জন বিস্তারক যারা প্রচার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকবেন, তাদের  জন্য এক দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে প্রদেশ বিজেপি। 

আজ বিকেলে রাজধানীর কৃষ্ণনগরস্থিত দলীয় কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বিস্তরকরা একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকার তত্ত্বাবধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃণমূল পর্যায়ে দলের প্রচারে এবং ওই এলাকার ভোটারদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে যোগাযোগ স্থাপন করে। 

এদিনের প্রশিক্ষণ সম্পর্কে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক রতন ঘোষ বলেন, “আমরা আজ ৬২ জন বিস্তরককে সফলভাবে প্রশিক্ষণ দিয়েছি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে, প্রশিক্ষণের লক্ষ্য আমাদের সাংগঠনিক কাঠামোকে উন্নত এবং শক্তিশালী করা।” এছাড়াও এদিন বিস্তারকদের চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যবহার এবং সরকার এর কাজের প্রচার সহ বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। 

এদিনের এই বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  বি এল সন্তোষ সহ উত্তর-পূর্বাঞ্চলের এবং দিল্লির বিশিষ্ট বিজেপি নেতারা এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন। এছাড়াও উপস্থিত ছিলেন  মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং অন্যান্যরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *