আগরতলা, ২০ ডিসেম্বর : অবশেষে ভোল বদল পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের পক্ষে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি।
অতি সম্প্রতি একলা চল ডাক দিয়েছিলেন মানিক বাবু। দলেই কোনঠাসা হয়ে এবং কংগ্রেসের বিদ্রুপ শুনে হুঁশ ফিরেছেন তাঁর। তাই তিনি ইন্ডিয়া জোটের পক্ষে লড়াইয়ে ফিরেছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষণ।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত বাসুদেব আচারিয়ার স্মরণসভায় গিয়ে লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএম এককভাবে লড়াই করবে একথা বলেন। তাঁর সাফ কথা ছিল, তেইশের বিধানসভা নির্বাচনে শত্রু- মিত্রের পরিচয় মিলেছে। তাই লোকসভা নির্বাচনে এককভাবে লড়াইয়ে কোমড় শক্ত করতে হবে। আজ প্রয়াত কমরেড চুনিলাল সাহার স্মরণ সভায় মানিক সরকার ইন্ডিয়া জোটের পক্ষে লড়াইয়ের বার্তা দিয়েছেন।
লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএম এককভাবে লড়াই করবে। সম্প্রতি বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ওই মন্তব্য একান্তই ব্যক্তিগত। বিজেপিকে সরাতে এধরনের মন্তব্য অপ্রাসঙ্গিক বলেনা তিনি।
আজ স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, সম্প্রতি ইন্ডিয়া জোট নিয়ে একাংশ মানুষ প্রশ্ন তুলে ছিল। কিন্তু গতকাল দিল্লিতে ২৮টি রাজনৈতিক দলের বৈঠকের পর সব প্রশ্নের অবসান ঘটেছে। ২৮টি রাজনৈতিক দললোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে ঐক্যমতে লড়াই কবে বলে সিদ্ধান্ত নিয়েছে ।
তাঁর কথায়, ২০২৪ লোকসভা নির্বাচন দোরগড়ায় চলে এসেছে। দেশের অস্তিত্ব, গণতন্ত্র ও সংবিধানকে রক্ষার করার জন্য সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। বিজেপির হারানোকে নিশ্চিত করতে বিরোধী দলের ঝুলিতে বেশিরভাগ ভোট আনতে হবে। সেই পন্থা অবলম্বন করেই আসন্ন লোকসভা নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল লড়াই করবে।
এদিন তিনি বলেন, রাজ্যে রাজ্যে সিপিএমের সরকার ক্ষমতায় নেই, তবুও দল সাধারণ মানুষের কথা চিন্তা করছে। সিপিএমের নেতৃত্বের সংসদের কোনো বড় পদ চাই না, তারা সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়াতে চাই।

