সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে জনগণককে যেন হয়রানির শিকার না হতে হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে : সুশান্ত

আগরতলা, ২০ ডিসেম্বর : সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে জনগণককে যেন হয়রানির শিকার না হতে হয় সেই দিকে লক্ষ রাখতে হবে। আজ দুপুরে সচিবালয়ের ৩নং কনফারেন্স হলঘরে একথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন ৮জন প্রত্যাশীদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছেন খাদ্যমন্ত্রী।

তাঁর দাবি, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যম যোগ্য প্রত্যাশীদের হাতে চাকুরী প্রদান করেছে রাজ্য সরকার।

এদিন তিনি সকলের সুস্বাস্থ্য – সফল কর্মজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।