দুবাই, ২০ ডিসেম্বর (হি.স.): অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বাবর আজম আবারও আইসিসি-র র্যাঙ্কিংএ শীর্ষস্থানে ফিরলেন। বুধবার (২০ ডিসেম্বর) প্রকাশিত র্যাঙ্কিংয়ে ভারতের শুভমান গিলকে পেছনে ফেলে নিজের পুরনো সিংহাসন পুনরুদ্ধার করেছেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপের পর কোনও ওয়ানডে না খেলেই এক নম্বরে উঠে এলেন বাবর।
৮২৪ রেটিং পয়েন্ট বাবরের আর ৮১০ পয়েন্ট গিলের। সেরা পাঁচে গিল-সহ আছেন তিন ভারতীয়। ৭৭৫ পয়েন্ট নিয়ে বিরাট কোহলি তিনে এবং ৭৫৪ পয়েন্ট নিয়ে চারে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেরা পাঁচে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

