বীরপাড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

বীরপাড়া, ২০ ডিসেম্বর (হি. স.) : আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার এথেলবাড়ির কাছে রেলসেতু পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার সকালে ঘটনাটি ঘটে । মৃতের নাম জিতবাহান মাহালি (৬৫)।

জানা গেছে, জলপাইগুড়ির চালসার আইভিল চা বাগানের বাসিন্দা জিতবাহান ও তাঁর ভাই শিলবাহান বীরপাড়ার নাংডালা চা বাগানে এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। এদিন ডিমডিমা রেলসেতু পেরোচ্ছিলেন ওই বৃদ্ধ। সেইসময় ট্রেনের ধাক্কায় ছিটকে সেতু থেকে নদীতে পড়ে যান তিনি। শিলবাহান জানান, বাড়ি ফেরার জন্য সকালে বিন্নাগুড়ি স্টেশনে ট্রেন ধরতে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন দু’জন। সেই সময় ট্রেন চলে আসে। শিলবাহান অল্পের জন্য বেঁচে গেলেও ছিটকে পড়েন জিতবাহান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজারের জিআরপি।