প্রধানমন্ত্রী মোদী বা তাঁর দল সংবিধানকে সম্মান করে না : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাঁর দল সংবিধানকে সম্মান করে না , বুধবার এই মন্তব্য করলেন শিবসেনার উদ্ভব ঠাকরে শিবিরের সাংসদ সঞ্জয় রাউত। মঙ্গলবার সংসদ চত্বরে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ব্যাঙ্গ-বিদ্রুপ করেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সঞ্জয় রাউত।

শিবসেনার উদ্ভব ঠাকরে শিবিরের সাংসদ সঞ্জয় রাউত জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাঁর দল সংবিধানকে সম্মান করে না। তবে আমরা বিরোধী দল, তাই আমাদের সংবিধানকে সম্মান করা উচিত”।