আগরতলা, ১৯ ডিসেম্বর : সমাজের তপশীলি জাতি মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া একমাত্র লক্ষ্য। আজ দক্ষিণ জেলার বিলোনিয়ায় সার্কিট হাউসের কনফারেন্স হলের এক বৈঠকে একথা বলে মন্ত্রী সুধাংশু দাস।
এদিন তিনি বলেন, তপশীলি জাতি কল্যাণ দপ্তর ,প্রানী সম্পদ বিকাশ দপ্তর ,মৎস দপ্তরের দক্ষিণ ত্রিপুরা জেলায় সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে এক পর্যালোচনার বৈঠকের আয়োজন করা হয়েছে। মূলত এই বৈঠকে দক্ষিণ ত্রিপুরা জেলায় পর্যাপ্ত পরিমাণে মাছ ,ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে কাজ গুলি চলছে তা কোন পর্যায়ে রয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে।
তারঁ দাবি, দক্ষিণ ত্রিপুরা জেলায় স্বনির্ভর করে তুলতে এবং সমাজের তপশীলি জাতি মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা কতটুক পৌঁছালো তা নিয়েও আলোচনা করা হয়েছে।
তাছাড়া, মাছ ,ডিম, দুধ, মাংসের ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা জেলায় সাধারণ মানুষের চাহিদা মেটানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিয়েও পর্যালোচনার বৈঠকের আলোচনা করা হয়েছে।